প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ২১:২৭

টোল না দেয়ায় মারপিটের অভিযোগ শাজাহানপুরে ব্যক্তিগত আলু হিমাগারে রাখতেও টোল দাবি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
টোল না দেয়ায় মারপিটের অভিযোগ

শাজাহানপুরে ব্যক্তিগত আলু হিমাগারে রাখতেও টোল দাবি

বগুড়ার শাজাহানপুরে ব্যক্তিগত আলু হিমাগারে রাখতেও হাটের ইজারাদারের আদায়কারি কর্তৃক দাবিকৃত টোল না দেয়ায় খরনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বাহারাম বাদশাকে মারপিট করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। বাহারাম বাদশা কর্তৃক শাজাহানপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার রাত ১২টার দিকে ট্রাক যোগে ১৩৪ বস্তা আলু সাজাপুরস্থ টিএমএসএস হিমাগারে নিয়ে যাওয়ার সময় খরনা হাটের ইজারাদারের কয়েকজন টোল আদায়কারী বস্তা প্রতি ২০ টাকা হারে টোল দাবি করে এবং বাঁধা প্রদান করে। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রলি যোগে হিমাগারে আলু নেয়ার সময় টোল আদায়কারীগণ ফের বাঁধা প্রদান করে এবং টোল না দেয়ায় মারপিট করে। বাহারাম বাদশার অভিযোগ সম্পর্কে অবগত আছেন উল্লেখ শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, কৃষকের চাষ করা আলু হিমাগারে রাখার ক্ষেত্রে হাটের ইজারাদার কর্তৃক টোল দাবি সম্পূর্ণ অবৈধ। অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপরে