প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯ ২২:২০

নারীর প্রতি সহিংসতা বন্ধে পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে- এডিশনাল আইজি মোখলেসুর রহমান

সঞ্জু রায়:
নারীর প্রতি সহিংসতা বন্ধে পারিবারিকভাবে সচেতনতা 
বাড়াতে হবে- এডিশনাল আইজি মোখলেসুর রহমান
বগুড়া জেলা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এডমিন এন্ড অপস্) মো: মোখলেসুর রহমান বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এডমিন এন্ড অপস্) মো: মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে পারিবারিকভাবে সচেতনতা বাড়াতে হবে। একটি পরিবারে নারীর মত প্রকাশের অধিকার থাকতে হবে এবং তা নিশ্চিতে পুরুষদের সার্বিক সহযোগিতা করতে হবে। অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকে নিজের অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে এবং অধিকার আদায় করে নিতে হবে। ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ স্লোগানে বগুড়া জেলা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। জেলার ১২ টি উপজেলা থেকে আগত প্রায় ২ শতাধিক নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে এডিশনাল আইজি আরও বলেন, বর্তমান সরকার ¯œাতক পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করেছে। বর্তমানে বাংলাদেশে এখন কেউ ভাতের কষ্টে থাকেনা কারণ সময় এখন অনেক পরিবর্তন হয়েছে। তিনি বাল্যবিবাহ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন যেহেতু সহিংসতা এবং তা থেকে ঘটিত অপরাধ পুলিশকেই এক পর্যায়ে দেখতে হয় তাই পুলিশকে প্রতিরোধ ব্যবস্থাপনা সম্পন্ন করে গড়ে তোলা হচ্ছে। খুব দ্রুত বাংলাদেশ পুলিশের একটি এ্যাপস্ তৈরি করা হচ্ছে যার মাধ্যমে নারীরা যেকোন বিপদে রেড এ্যালার্ট বাটন চাপার মাধ্যমে নিকটস্থ থানার সাহায্য পাবে তবে বর্তমানে তিনি সরকারি হটলাইন ৯৯৯ এর সহযোগিতা নেওয়ার কথা বলেন। পরিশেষে তিনি সকল নারীদের সাহসিকতার সাথে অন্যায়ের সাথে আপোষহীন থাকার আহবান জানান। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড: হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক লালু ও ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার রুমানা পারভীন। সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তারের সঞ্চালনায় সভার শুরুতে সকল নারীদের পক্ষে সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক সুমনা রায় ও আলোকিত বগুড়ার প্রধান এ্যাড. ফেরদৌস আরা লুনা। নারীর প্রতি সহিংসতা বন্ধে সারাবিশে^ কাজ করার স্বীকৃতিপ্রাপ্ত গ্লোবাল চ্যাম্পিয়ান এডিশনাল আইজি মোখলেসুর রহমান বিপিএম (বার) এর উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে ‘নারীর প্রতি অবজ্ঞার দৃষ্টিই তাদের অধিকার বঞ্চনার প্রধান কারণ’ বিষয়ে এক সরকারি আজিজুল হক কলেজ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী দল সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী এবং রানার্স আপ দল এপিবিএন এর শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। সমাবেশে জেলার বিভিন্ন অঙ্গণের নারী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে