প্রকাশিত : ৪ মে, ২০১৯ ২২:৫২

বগুড়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের বৈঠক

রমজানে শহরের সকল পয়েন্টকে যানযটমুক্ত রাখতে নানামুখী সিদ্ধান্ত গ্রহণ
ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে জেলা পুলিশের বৈঠক
আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বগুড়াকে যানযটমুক্ত রেখে সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে বিভিন্ন মতামত এবং নানাবিধ পরিকল্পনা গ্রহণ লক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। সভায় রমজানকে সামনে রেখে শহর যানযটমুক্ত রাখতে এবং প্রতি বছরের ন্যায় ঈদ মার্কেটে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শহরে যত্রতত্র অবৈধ পার্কিং, সকাল ১০ টার পর বিনা কারণে শহরের অভ্যন্তরে গাড়ি প্রবেশ, ব্যাটারিচালিত অটোরিক্সার দৌড়াত্ম, ফুটপাতকে দখলমুক্ত করা সহ বিভিন্ন সমস্যা  পুলিশ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা কঠোর হাতে সমাধানের সিদ্ধান্ত নেয় উক্ত সভায়। এছাড়াও ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঈদ মার্কেটকে কেন্দ্র করে সিসনাল একটি পকেটমার চক্রের উৎপাতকে রুখে দিতে জেলা পুলিশ প্রতি বছরের ন্যায় এবারও জিরো টলারেন্স অবস্থায় থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার। এছাড়াও সভায় জেলা পুলিশের পক্ষে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিজ নিজ মার্কেটের সামনে নিজস্ব সেচ্ছাসেবকের মাধ্যমে যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা প্রদান, খুব দ্রুত নিজেদের নিরাপত্তার স্বার্থে হলেও নিজ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং মার্কেটে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থাকরণ, দোকানের সামনে টাকার বিনিময়ে ভাসমান দোকান বসতে না দেয়াসহ ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পাশাপাশি ব্যবসায়ী নেতৃবৃন্দদের সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়। এছাড়াও পবিত্র মাহে রমজানে খাদ্যে ভেজাল রোধে সকলকে সচেতন থাকারও আহবান জানানো হয় জেলা পুলিশের পক্ষে। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন রানার গ্রুপের পরিচালক সাইরুল ইসলাম, শেখ শরিফ উদ্দিন মার্কেটের সভাপতি আনোয়ার হোসেন রানা, রহিম উদ্দিন প্লাজা ব্যবসায়ী নেতৃবৃন্দদের পক্ষে বগুড়া পৌরসভার কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী , জলেশ^রীতলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সহিদুল ইসলাম সহিদ, ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন সুমন, কালিতলা ব্যবসায়ী সমিতির পক্ষে রেজাউল করিম রিয়াদ প্রমুখ। সভায় জেলা পুলিশের পক্ষে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন জেলার বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে আব্দুল জলিল পিপিএম এবং মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, বগুড়া ট্রাফিক পুলিশের পক্ষে টিআই খলিলুর রহমান ও সালেকুজ্জামান, বগুড়া সদরের বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর যথাক্রমে সদর ফাঁড়ির আবুল কালাম আজাদ, উপশহর ফাঁড়ির আম্বার হোসেন, নারুলী ফাঁড়ির জামিরুল ইসলাম, বনানী ফাঁড়ির তরিকুল ইসলাম, স্টেডিয়াম ফাঁড়ির হাসান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

উপরে