প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৫

গোবিন্দগঞ্জে জমি বিক্রির পর দখল দিচ্ছেন না বিক্রেতা ক্রেতার মানবেতর জীবন যাপন

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে জমি বিক্রির পর দখল দিচ্ছেন না বিক্রেতা
ক্রেতার মানবেতর জীবন যাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নয় লক্ষাধিক টাকা দিয়ে জমি ক্রয় করলেও দখল বুঝে দিচ্ছে না বিক্রেতা শহিদুল ইসলাম। এ নিয়ে ক্রেতা জোহরা বেগম দখল পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে। উভয় পক্ষের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম প্রধান,পিতা-মৃত জালাল উদ্দিন তাহার পৈত্রিক ১৩ শতক জমি  যাহা একই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মোছাঃ জোহরা বেগম, স্বামী মোঃ হবিবুর রহমান এর নিকট বিগত ১৮/০৯/২০১৬ ইং তারিখে ১২৮১৩ নং কবলা দলিলমূলে নয় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে।

যাহার জে,এল-১৯৪, জরিপ খতিয়ান নং-১৭৩, ডিপি খতিয়ান নং-৬৩৫ ভুক্ত সাবেক ৩৪৮,৩৪৯/হাল৭৮৬ দাগে ১১শতকের মধ্যে ৩শতক ও সাবেক ৩৪৭/হাল ৭৮৭ দাগে ৩৭শতকের মধ্যে ১০শতক মোট ১৩শতক জমি ক্রয় করেন।এদিকে উক্ত ক্রয়কৃত জমি ক্রয়ের পর থেকেই দখল না পেয়ে সু-বিচারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে-ঘুরছেন অসহায় পরিবার। তাদের সঞ্চিত অর্থ দিয়ে ক্রয়কৃত জমি দখল না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। ক্রেতা জোহরা বেগম ও তার পরিবার জমি দখলে পাওয়ার আশায় প্রশাসনের কাছে সুবিচার দাবী করেছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে