প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৮

কাউনিয়ায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর গাছের চারা রোপন ও বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর গাছের চারা রোপন ও বিতরণ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর রংপুর জেলা শাখার আয়োজনে গত বুধবার বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
গাছের চারা রোপন ও বিতরণের উদ্বোধন করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদক কৃষিবিদ মোঃ আবু সায়েম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক বিএডিসি মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কাউনিয়া উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ ডাঃ মনোজিৎ কুমার সরকার, সাধারন সম্পাদক কৃষিবিদ মোঃ সাইফুল আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিক আহমদ, রাকিবুল ইসলাম,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা খোরশেদ আলমসহ উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। কাউনিয়া ১১৪৫ টি বিভিন্ন প্রজাতির চারা ১৫০ কেজি গোখাদ্য ও নেপিয়ার ঘাস কাটিং বিতরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে