প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১২:৪৬

নিয়ামতপুরে অর্টিজম প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও নগদ টাকা বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নিয়ামতপুরে অর্টিজম প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও নগদ টাকা বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে অর্টিজম প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও চশমার জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে। গত বুধবার বেলা ১০টায় উপজেলা শিক্ষা অফিসে এক অনাড়ম্বর আয়োজনে ইউপেপ এর মাধ্যমে অটিজমসহ একীভূত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের জন্য এ হুইল চেয়ার ও চশমার জন্য নগদ টাকা  বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্টিজম শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও চশমার জন্য নগদ টাকা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। 
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম. সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রনজিত সিকদার, মাকসুদুল আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক গন। অনুষ্ঠানে ৩টি হুইল চেয়ার এবং একজনকে চশমার জন্য নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে