প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ০১:১৯

বগুড়ায় পূজা উদযাপন পরিষদের শোক সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পূজা উদযাপন পরিষদের শোক সভা

পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার শোকসভা সনাতন ধর্ম মন্দিরে অনুষ্ঠিত হয়।  জেলা সভাপতি দিলীপ কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভারতের সাবেক রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রয়াত প্রনব মুখার্জি ও  মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায়

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নেতা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত (বীরউত্তম) এর মহাপ্রয়ানে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক উদযাপনের জন্য  বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কেন্দ্রীয় ঘোষিত ২৬টি নির্দেশনা যথাযথ ভাবে পালন পূর্বক সীমিত পরিসরে পূজা উদযাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় বক্তব্য রাখেন  সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সাগর কুমার রায়,সংগঠনের নেতা ধন্যগোপাল সিংহ, স্বপন চক্রবর্তী, এ্যাডঃ বিজন সাহা, নিমলেন্দু রায়, অধ্যক্ষ বিকাশ সাহা, অসীম দাস, প্রদ্যুৎ কুমার চাকী, চন্দন চক্রবর্তী, সংগ্রাম কুন্ডু, অমীত দেবনাথ, আনন্দ মোহন পাল, জাতীয় ক্রিড়াবীদ গোপাল তেওয়ারী, গোবিন্দ ঘোষ, আশীষ রায়, তাপস সরকার, বিলাসী সরকার, সমর দাস, অঞ্জন সরকার, দুলাল বসাক, রিপন সুবীর দত্ত, গৌতম দত্ত, চঞ্চল কুন্ডু, দীপু রায়, প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে