প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ২১:০৩

বগুড়ায় কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি
বগুড়ায় কৃষক লীগ কার্যনির্বাহী কমিটির সভা

বগুড়ায় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের ইয়াকুবিয়া মোড়ে স্থানীয় একটি হোটেলে জেলা কৃষক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আনোয়ার পারভেজ বাবু, অধ্যাপক শ্যামল পাইকার, আবু বক্কর সিদ্দিক রাজা, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, আব্দুল বারী পলাশ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, দপ্তর সম্পাদক এম এ গাফ্ফার দিলু, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন,

কৃষি ঋণ ও পূর্নবাসন সম্পাদক বকুল আহম্মেদ, সম্পাদক মন্ডলীর সদস্য এস এম টুটুল, নাজমুল হুদা, বকুল মিয়া, মিজানুর রহমান মিজান, আব্দুল খালেক, কুইন তালুকদার, ছানোয়ার আহম্মেদ, জাকিরুল ইসলাম লিটন, সদস্য বজলার রহমান বকুল, রনি, খলিল, গোলাপ সরকার, আনোয়ার হোসেন, আব্দুল হাই, মাহফুজার রহমান মাফু, আবু লায়েছ হোসেন নাহিদ, জাহিদুল ইসলাম, সিমা খাতুন, বিথি আকতার, মামুনুর রশিদ মামুন, আবুল কালাম আজাদ, শহর কৃষক লীগের আহবায়ক মাসুদ রানা সরকার, যুগ্ম আহবায়ক সুুজাউদ্দৌলা সুজা, তাহিয়াতুল কাবীর রাব্বুল, নজরুল ইসলাম বাবু সহ প্রমূখ। 

সভায় জেলা কৃষক লীগ সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিশেষ বর্ধিত সভা সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক কে যুগ্ম সম্পাদক শাহিন কাদির জোয়ারদার কর্তৃক অসৌজন্য মূলক আচরনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের বিষেয় সিদ্ধান্ত ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ঔদ্ধ্যতপূর্ন আচরন করার বিষয়ে সিদ্ধান্ত,  জেলা কৃষক লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক বকুল মিয়া কর্তৃক লিখিত অভিযোগের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসন সফিকের রোগ মুক্তি কামনা করে দোয়া সহ ৬টি বিষয় নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন। 

উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কাদির জোয়ারদারকে দলীয় শৃংখলা ও অসৌজন্য মূলক আচরণ করায় সভাপতি তাকে দলীয় পদ থেকে বহিস্কারের ঘোষনা দেন। অদ্যবধি থেকে তার সাথে কেউ যদি যোগাযোগ বা কোন ধরনের লেনদেন করে তাহলে জেলা কৃষক লীগ দায়-দায়িত্ব নিবে না। শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সফিকের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে