প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২০ ২১:৪২

শেরপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী উপকরণ বিতরণ

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রদর্শনী উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচার-টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় সুফলভোগী খামারীদের মধ্যে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

উক্ত অনুষ্ঠানে ভেটেরিনারী সার্জন ডাঃ রায়হানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, ইউপি চেয়াম্যান গৌরদাস রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু, মোঃ আবু সাঈদ, মোঃ আব্দুল ওহাব প্রমূখ। এসময় ২৪জন বিভিন্ন ধরনের খামারী উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরন বিতরন করা হয়।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে