প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০ ০৩:২৪

জয়পুরহাটে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠির মাঝে সাদাছড়ি, হুইল চেয়ার ও চেক বিতরণ

সুমন কুমার সাহা জয়পুরহাট:
জয়পুরহাটে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠির মাঝে  সাদাছড়ি,  হুইল চেয়ার ও চেক বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠির  মাঝে শিক্ষা উপবৃত্তির চেক, সাদাছড়ি ও  হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে’র অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৮টি হুইল চেয়ার, ১৭টি সাদা ছড়ি, ৩টি হিয়ারিং এইড; ১০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৫ লাখ ৬৯ হাজার একশত টাকার উপবৃত্তির চেক এবং ২৭ জন দলিত, হরিজন ও অনগ্রসর জনগোষ্ঠির শিক্ষার্থীদের ২ লাখ ১৬ হ্জার টাকার চেক বিতরণ করা হয়। বিদায়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্যা ও সাবানা আক্তার, নবাগত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা, জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে