প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০ ১৯:০৩

জলঢাকায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন- জেলা প্রশাসক

আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
জলঢাকায় উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন- জেলা প্রশাসক

নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বুধবার শেষ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেইন গেট সংলগ্ন এ ম্যুরালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহচান চানু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু,

ভাইসচেয়ারম্যান গোলাম আজম এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু প্রমুখ। উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ জানান, উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫ লাখ, ৬১ হাজার ৩শত ১৫ টাকা নির্মিত ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরালের নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

 

উপরে