প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৯:১৪

করোনা মহামারী ২য় ঢেউয়ে কাউনিয়ায় ১২৮টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
করোনা মহামারী ২য় ঢেউয়ে কাউনিয়ায় ১২৮টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ

মহামারী করোনায় ২য় ঢেউয়ে কাউনিয়া উপজেলায় ১১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ২৪১২৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১১৬৮০ কাটুন বিস্কুট বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার গত বুধবার নিজে ছাত্র-ছাত্রীর বাড়ি বাড়ি গিয়ে প্রতিজন ছাত্র-ছাত্রী কে ৪৮ প্যাকেট করে বিস্কুট বিতরণ করে এর উদ্বোধন করেন। কাউনিয়া গংগানারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিস্কুট বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প সমন্বয়কারী ইএসডিও রংপুর মোঃ শাহিন হক, এসএমসি সদস্য মোঃ হাসেন আলী, গংগানারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড মনিটর ইএসডিও মোঃ রেজাউল করিম (এসএফপি),মোঃ আতিকুর রহমান প্রমূখ। গত অক্টবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বিস্কুট একসাথে পেয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বেজায় খুশি।

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে