প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২১ ২২:৫৮

বগুড়ায় পিইউপি’র উদ্যোগে সেচ্ছাসেবীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় পিইউপি’র উদ্যোগে সেচ্ছাসেবীদের
সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সদরের নামুজা, শাখারিয়া এবং লাহিড়ীপাড়া ইউনিয়নে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত ৩দিন ব্যাপী পৃথকভাবে সেচ্ছাসেবীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।তৃণমূল পর্যায়ে গণমানুষের মাঝে কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩টি ইউনিয়নের মোট ৭৫ জন সেচ্ছাসেবীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সর্বশেষ স্বাস্থ্যবিধি মেনে বুধবার লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়নের ২৫ জন তরুণ সেচ্ছাসেবী সচেতনতামূলক এই প্রশিক্ষণ গ্রহণ করেন। 

লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু। ৩দিন ব্যাপী ইউনিয়নভিত্তিক এই প্রশিক্ষণের সমন্বয় করেন পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ আবু হাসানাত এবং প্রশিক্ষণগুলো পরিচালনা করেন ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে