প্রকাশিত : ১৯ জুন, ২০২১ ২২:৩৭

বগুড়ায় শনিবার মধ্যরাত থেকে ৭দিনের কঠোর লকডাউন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় শনিবার মধ্যরাত থেকে
৭দিনের কঠোর লকডাউন

করোনা ভাইরাসের সংক্রমণের হার অবনতি হওয়ায় বগুড়া পৌর ও সদর উপজেলা এলাকায় ৭দিনের কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। শনিবার মধ্যরাত ১২টা থেকে বগুড়া পৌরসভা ও সদর এলাকায় সাতদিনের জন্য কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। 

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক জানান, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়ার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বাড়েছে। যে কারণে বগুড়ার গ্রাম অঞ্চলগুলোতে করোনা সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শনিবার মধ্যরাত ১২টা থেকে বগুড়া পৌরসভা এলাকায় সাতদিনের জন্য কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতোমধ্যে করোনা প্রতিরোধে গঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। লকডাউন চলাকালীন পৌরসভা এলাকায় দূরপাল্লার যানসহ জেলার অভ্যন্তরীণ যাানবহনও প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়াও পৌরসভা এলাকা থেকে কোনো যানবাহন বের হতে পারবে না। অর্থাৎ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। দোকানপাটও বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী সেবা খোলা থাকবে। আদেশটি আগামী ২৬ জুন রাত ১২টা পর্যন্ত মাট ৭ দিন বলবৎ থাকবে। ২৬ জুন রাত ১২টা পর্যন্ত শহরের মার্কেট, শপিংমল, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পাশাপাশি জরুরী প্রতিষ্ঠান ওষুধের দোকান, খাদ্য পণ্যের দোকান সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকার কথা বলা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে