প্রকাশিত : ১৯ জুন, ২০২১ ২২:৪০

বগুড়া শজিমেকে চীনের সিনোফার্ম টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
বগুড়া শজিমেকে চীনের সিনোফার্ম
টিকাদান কার্যক্রমের উদ্বোধন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন হয়েছে চীনের সিনোফার্ম টিকাদান কার্যক্রম। শনিবার সকাল ৯টায় মেডিকেল শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

অক্সোফোর্ডের টিকা প্রদানের পর বগুড়ায় ২য় ধাপে চীনা এই টিকাদান শুরু হলো যা প্রথমে সরকারি ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী, নার্সিং ও ম্যাটস্ এর শিক্ষার্থীদের প্রদান করা হবে। পরবর্তীতে অগ্রাধিকারভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যদের চীনা এই সিনোফার্ম টিকা প্রদান করা হবে। টিকাদানের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু। এর আগে গত ১৬ই জুন সিনোফার্মের তৈরি চীনা এই টিকার ৩৪ হাজার ৮’শ ভায়াল বগুড়ায় এসে পৌঁছেছে যার মাধ্যমে ১ লাখ ৪ হাজার ৪’শ জনকে টিকার আওতায় আনা সম্ভব হবে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে