প্রকাশিত : ২২ জুন, ২০২১ ২০:৫৮

শিবগঞ্জের চন্ডিহারায় জমি জবর দখল করে বিল্ডিং নির্মানের চেষ্টা, থানায় অভিযোগ

সাইদুর রহমান সাজু , মহাস্থান বগুড়া থোকেঃ
শিবগঞ্জের চন্ডিহারায় জমি জবর দখল করে বিল্ডিং নির্মানের চেষ্টা, থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারায় জমি জবর দখল করে বিল্ডিং নির্মাণ, বাদীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হযরানী, থানায় অভিযোগ। বগুড়া শিবগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের চন্ডি হারা গ্রামের মৃত সোহরাব উদ্দিনের   পুত্র  হেলাল উদ্দিন তাদের পৌত্রিক সূত্রে ১১১/১১২ নং দাগে ৩'৭৫ শতকংশ জমি একই এলাকার মৃত চাঁন মিয়ার পুত্র  আব্দুল হান্নান,  মিলু সরদারের পুত্র টুটুল, আব্দ্লু খালেকের পুত্র সোহেল, মঞ্জু মিয়ার পুত্র জাকিরুল ও রায়হান সহ তাদের গংগণ   হেলালদের জমি জবর দখল করে বির্ডিং নির্মাণ করিতেছে। তাতে তারা নিষেধ করলে বিবাদীগণ তাদের বিরুদ্ধে একের পর এক কোর্টে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এমনকি হেলালেরা পরিবার  গরীব ও সহজ সরল হওয়াই তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নামেও কোর্টে মিথ্যা মামলা দিচ্ছে।  এব্যাপারে হেলাল বাদী হয়ে গত ১৭/৬/২১ ইং তারিখে বিবাদীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। হেলাল সাংবাদিকদের দুঃখ করে বলেন আমরা গরীব ও অসহায়।  আমরা কি ঐ জমি দস্যুদের কবল এবং মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে পারবো না,  আইনের মাধ্যমে আমাদের জবর দখল কৃত জমিটুকু কি ফিরে পাবো না?  এব্যাপারে হেলালের ভুক্ত ভোগী পরিবার আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের সহযোগী কামনা করেন।

উপরে