প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯ ১৯:১৭

পলাশবাড়ীতে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

চোরাই সিএনজি ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রোকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, বিপিএম এর নির্দেশনায় জেলা জুড়ে সকল ধরণের অপরাধ কঠোর হস্তে দমন করার লক্ষে জেলায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সিনিয়র এএসপি(সি সার্কেল) মো.আসাদুজ্জামানের সহযোগিতায়, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বক্ষণিক তদারকিতে থানা পুলিশের একটি চৌকস টিম একটি মোবাইল নাম্বার এর শেষের তিনটি সংখ্যা ৬৩১ এর সূত্রধরে গত ২২ জুলাই হতে জয়পুরহাট জেলার সদর থানা, পাঁচবিবি থানা, ক্ষেতলাল থানা, কালাই থানা এবং সর্বশেষে বগুড়া জেলার সদর থানায় বিরতিহীন ১৭ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতাকৃতরা হলো জয়পুরহাট জেলার সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দিন মুন্সির ছেলে ১। ময়নুল ইসলাম  সোহাগ (২৪), পাঁচবিবি উপজেলার পাঁছগাছী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে ২।মোঃ সবুজ মিয়া(২৮), গনাইমাগুড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে ৩। আঃ রউফ (৩৫),নাখুরগাছী গ্রামের আহারুল ইসলামের ছেলে ৪। জুয়েল হোসেন (৩২)।

থানা সূত্রে আরো জানা যায়,গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী বগুড়া জেলা সদর থানা এলাকা হতে চোরাইকৃত সিএনজিটি উদ্ধার করে। আজ ২৩ জুলাই আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

উপরে