প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯ ০১:৪১

বগুড়ায় বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা শিক্ষার্থীদের জয়জয়কার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা শিক্ষার্থীদের জয়জয়কার

বরাবরের মতো এবারো উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সমমান পরীক্ষার ফলাফলে ভাল করেছে বগুড়ার শিক্ষার্থীরা। বগুড়ায় পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের জয়জয়কার হয়েছে। বগুড়ার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।

বেশিরভাগ প্রতিষ্ঠানে ভাল ফলাফল অর্জন করায় শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষও বেশ আনন্দিত। এদিকে বুধবার ফল প্রকাশের পর পরই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বেশ আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তারা সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে পাশের খবরা খবর প্রকাশ করে আনন্দের সাথে। বগুড়া জেলা শহরের ৮টি কলেজ থেকে শিক্ষার্থীরা জিপিএ পাঁচ পেয়েছে ১ হাজার ৮৬৩জন।

বগুড়ার কলেজগুলো সুত্রে জানা যায়, বগুড়ার বেশিরভাগ কলেজগুলোতে ভাল ফলাফল করেছে। বগুড়া সরকারী আজিজুল হক কলেজে থেকে এবার ১৫২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৫১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৬১ জন। গত বছরের চেয়েও এবছর জিপিএ-৫ বেড়েছে বলেছে কলেজ শিক্ষকরা জানিয়েছেন। বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে ১৪২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৩৮৪ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।

সরকারী শাহ্ সুলতান কলেজ থেকে ১৬৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৬২২ জন পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন শিক্ষার্থী। বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে ৩০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাশ করেছেন ৩০১। জিপিএ ৫ পেয়েছে ১৪৫ জন শিক্ষার্থী। বগুড়া মহিলা কলেজ থেকে এ২০৬ জন। পাশ করেছে ১৫৩ জন। জিপিএ পাঁচ পায়নি কেউ। বগুড়া সরকারি কলেজ থেকে ৮৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮৩০ জন। জিপিএ পাঁচ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে থেকে ৭৬১ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে। শতভাগ পাশ করেছে কলেজ থেকে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮২জন।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, ১৫৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পাশ করেছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছ ১৭ জন শিক্ষার্থী।

বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল জানান, ৩৯২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পাশ করেছে শতভাগ। জিপিএ ৫ পেয়েছ ১৩৫ জন শিক্ষার্থী। আগামীতে আরো ভালো ফলাফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উপরে