প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ১৯:৫৬

মেসিকে থামানো অসম্ভব : বার্সেলোনা কোচ

অনলাইন ডেস্ক
মেসিকে থামানো অসম্ভব : বার্সেলোনা কোচ

ম্যান ইউ ফুটবলারদের সকল হুমকি-ধামকি উপেক্ষা করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি পর্বে ৩-০ গোলে ম্যাচ জিতে নিয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতের এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে শেষ চারের টিকেট পায় পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দুর্দান্ত এই জয়ের পর দলের সেরা ফুটবলার তথা জয়ের নায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

ম্যাচের ১৬তম মিনিটে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে স্বাগতিকদের এগিয়ে দেন মেসি। ৪ মিনিটের ব্যবধানে ম্যান ইউ গোলকিপার ডেভিড ভিয়ার অবিশ্বাস্য ভুলে বার্সেলোনা অধিনায়কের ডান পায়ের দুর্বল শট জালে পৌঁছে যায়। চলতি মৌসুমে সব মিলিয়ে আর্জেন্টাইন তারকার গোল এখন ৪৫টি। বিরতির পর তৃতীয় গোলটি করেন ফিলিপে কুতিনহো। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী মেসির ভূয়সী প্রশংসা করে ভালভার্দে বলেন 'গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে লিও সবসময় স্বরূপে দেখা দেয়। সে নিজেই এই ম্যাচে আক্রমণেরও দায়িত্ব নিয়ে নেয় এবং প্রত্যাশিতভাবেই গোল পেয়েছে। যখন সে এভাবে খেলে, তখন তাকে থামানো অসম্ভব। নিজের সেরা দিনে এভাবেই সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে।'

উপরে