প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯ ১৮:১৩

মদ্যপান বিতর্কে রোনালদো

অনলাইন ডেস্ক
মদ্যপান বিতর্কে রোনালদো

এক দিন আগেই রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ড, স্পেন ও ইতালিয়ান লিগ জিতে ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু কীর্তি গড়ার রাতেই বিতর্কে জড়াতে হয়েছে তাকে। শনিবার রাতে ফিয়োরেন্তিনাকে ২-১ হারিয়ে টানা আটবার সিরি আ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাঠের মধ্যেই উৎসব শুরু করে দেন জুভেন্তাসের ফুটবলারেরা। রোনালদোকে দেখা গিয়েছে শ্যাম্পেনের বোতলে চুমুক দিচ্ছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের শুরু।

পর্তুগিজ সুপারস্টারের শ্যাম্পেন পানের ছবি শেয়ার দিয়ে অনেকে লিখেছেন, 'রোনালদো মদ্যপান করেন না বলে দাবি করেন ভক্তেরা। কারণ, সি আর সেভেনের বাবা মদ্যপ ছিলেন।' কেউ কেউ আবার লিখেছেন, 'এটা কী হচ্ছে? রোনালদো নাকি মদ্যপান করেন না?' অনেকে লিখছেন, 'আনন্দ উদযাপনে একটু-আধাটু খেলে তেমন কিছু হয় না। তাছাড়া রোনালদো মদ্যপান করে ইতিপূর্বে কখনই খবরের শিরোনাম হননি।'

অবশ্য যাকে নিয়ে বিতর্ক, সেই রোনালদো খোশমেজাজেই আছেন। এসব বিতর্ক নিয়ে তিনি মাথাই ঘামাচ্ছেন না। দুর্দান্ত রেকর্ড গড়ার পর বলেছেন, 'অভিষেক মৌসুমে ইতালিতে লিগ চ্যাম্পিয়ন হওয়ায় চেয়ে আনন্দের কিছুই হতে পারে না আমার কাছে। ইতালির সুপার কাপও জিতেছি। এক জন ফুটবলারের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।'

উপরে