প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯ ১৮:১০

প্রবাসীদের নিয়ে মোশাররফ ও শামীমের আট নাটক

অনলাইন ডেস্ক
প্রবাসীদের নিয়ে মোশাররফ ও শামীমের আট নাটক

ঈদের বাকি আর মাত্র দুই মাস। দিনটিকে কেন্দ্র করে টেলিভিশনগুলোতে থাকে বিশেষ আয়োজন। তারই অংশ হিসেবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত আটটি নাটক তৈরি হয়েছে। নাটকগুলোতে আরো অভিনয় করেছেন শামীম জামান। তিনিই নাটকগুলোর পরিচালক ও চিত্রনাট্যকার।

মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে নির্মিত এই আটটি নাটকের শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক শামীম জামান।  তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটক নির্মাণ করেছি, আরো বেশ কিছু নাটক নির্মাণ করব। এরই মধ্যে মোশাররফ করিমকে নিয়ে আমার চিত্রনাট্য ও পরিচালনায় আটটি নাটক নির্মাণ করেছি। সবকটি নাটক শুটিং করেছি মালয়েশিয়ায়।’

শামীম জামান আরো বলেন, ‘মালয়েশিয়ার সুন্দর লোকেশন ছাড়াও নাটকে তুলে ধরেছি আমাদের প্রবাসী ভাইদের কর্মজীবন। তাদের সুখ দুঃখ। তবে যেহেতু আমরা ঈদকে কেন্দ্র করে নাটকগুলো নির্মাণ করেছি, তাই হাস্যরসের মধ্য দিয়ে আমরা সিরিয়াস কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবার কাছে নাটকগুলো ভালো লাগবে।’

মালয়েশিয়ায় কেন শুটিং হয়েছে জানতে চাইলে শামীম বলেন, ‘প্রবাসী ভাইয়েরা সারাদিন পরিশ্রম করে রাতে বাসায় গেলে আমাদের দেশি নাটকগুলো দেখে বিনোদন পান। আমার কাছে মনে হয়েছে প্রবাসী ভাইয়েরা ক্লান্ত হয়ে বাসায় ফিরে আমাদের নাটক দেখে এনার্জি পাবেন, পরের দিন আবারও কাজে ফিরতে পারবেন আনন্দ নিয়ে। তাদের সুখ-দুঃখ নিয়েই আমরা মালয়েশিয়াতে শুটিং করেছি।’

নটকগুলোতে প্রবাসীরাও শিল্পী হিসেবে থাকছেন বলে জানালেন শামীম। তিনি বলেন, ‘প্রত্যেকটা নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়া আরো কয়েকজন শিল্পী আছেন, বেশ কিছু চরিত্রে কাজ করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। দারুণ অভিনয় করেছেন তারাও। আশা করি নাটকগুলো ঈদে সবাইকে বাড়তি আনন্দ দেবে।’    

উপরে