তালোড়া রেলস্টেশনে মোটরসাইকেলের ভিড় | Daily Chandni Bazar তালোড়া রেলস্টেশনে মোটরসাইকেলের ভিড় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০ ২৩:৫৬
তালোড়া রেলস্টেশনে মোটরসাইকেলের ভিড়
তালোড়া (বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়া রেলস্টেশনে মোটরসাইকেলের ভিড়

‘কথায় আছে স্থান, কাল ও পাত্র ভেদে’-প্রতিটি কাজ করা আবশ্যক। যে স্থানে বা যে সময়ে যার সঙ্গে যে কাজ করা যুক্তিসঙ্গত তাই করা উচিৎ। কিন্তু বাস্তবে বেশির ভাগ সময়ই দেখা যায় তার ঠিক উল্টো। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার অন্যতম রেল স্টেশন তালোড়া। এ স্টেশন হতে প্রতিদিন শত শত যাত্রী ও এ্যালুমিনিয়াম এর তৈজষপত্রসহ নানা ধরনের মালামাল আনা-নেয়া করা হয়। অথচ এ স্টেশনের প্লাটফর্মের অবস্থা দেখে যেন মনে হয় এটি মোটরসাইকেল গ্যারেজ! প্রতিদিন বিকালে এ স্টেশনের পূর্ব পার্শ্বে প্লাটফর্মের ওপর চালকরা তাদের মোটরসাইকেল রেখে আনুসাঙ্গিক কাজ সারে। এতে প্রায় দিনই প্লাটফর্মে বেশ কিছু মোটরসাইকেল স্ট্যাণ্ড করা অবস্থায় দেখা যায়। বাংলাদেশ রেলওয়ে আইনে প্লাটফর্মের ওপর এ ধরনের যানবাহন উঠানো ও তা রাখা বেআইনী। আবার অনেক সময় দেখা যায় প্লাটফর্মের ওপর দিয়ে কেউ কেউ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। অবস্থা দেখে মনে হয় এ বিষয়গুলো দেখার কেউ নেই। 
 
নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন মোটরসাইকেল চালকের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তারা জানান, সামান্য একটি কাজের জন্য বাজারে এসে মোটরসাইকেলটি প্লাটফর্মের ওপর রেখেছি। কাজ শেষ হলেই মোটরসাইকেলটি এস্থান হতে নিয়ে যাব। এ ব্যাপারে তালোড়া স্টেশন মাস্টার (ইনচার্জ) আব্দুল মান্নানের সঙ্গে কথা বললে তিনি বলেন, স্টেশনে যে কোন যানবাহন উঠানো বা চালানো বেআইনী। পূর্বে যাঁরা এ স্টেশনের দায়িত্বে ছিলেন তাঁরাও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেননি। তিনি অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
 
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন