তালোড়ায় এক কৃষকের বাড়িতে সাড়ে সাত হাত মরিচের গাছ | Daily Chandni Bazar তালোড়ায় এক কৃষকের বাড়িতে সাড়ে সাত হাত মরিচের গাছ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ২৩:১৫
তালোড়ায় এক কৃষকের বাড়িতে সাড়ে সাত হাত মরিচের গাছ
মুনজুর কাজী, তালোড়া (বগুড়া) প্রতিনিধিঃ

তালোড়ায় এক কৃষকের বাড়িতে সাড়ে সাত হাত মরিচের গাছ

বগুড়ার দুপচাঁচিয়ার পল্লীতে এক কৃষকের বাড়িতে সাড়ে সাত হাত উচুঁ একটি মরিচের গাছ হয়েছে। গাছটিতে বেশ কিছুদিন হলো প্রচুর মরিচও ধরেছে। গতকাল সোমবার সকালে উপজেলার নওদা গ্রামে গিয়ে দেখা যায় ওই গ্রামের মোজাফ্ফর হোসেন মোজার বাড়ির ভিতরে এক পার্শ্বে টিনের ছাউনীর নিচে গাছটি হয়েছে। এ গাছে প্রচুর ফুল ও মরিচ ধরেছে। মোজাফ্ফর হোসেন জানান, বেশ কয়েক মাস আগে তার মেয়ে গ্রামের এক স্থান হতে কয়েকটি ফুল গাছের চারা এনে বাড়ির ভিতরে রোপন করে। কিছুদিন যেতেই ফুল গাছের পার্শ্বে একটি মরিচের গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। বর্তমানে মরিচের গাছটি সাড়ে সাত হাত উচুঁ হয়েছে। গাছের মাথা হাত দিয়ে নাগাল না পাওয়ায় মাছে মধ্যে ছোট মই দিয়ে মরিচের এ গাছ হতে মরিচ সংগ্রহন করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, প্রজাতি ও জিনগত বৈশিষ্ট্যের কারণে অনেক সময় মরিচের গাছ স্বাভাবিকের চেয়ে বেশি উচুঁ হতে পারে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন