সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড | Daily Chandni Bazar সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৫
সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
সুমন কুমার সাহা জয়পুরহাট:

সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

সমাজের অসহায় দরিদ্রদের জন্য বরাদ্ধকৃত সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল অবৈধভাবে ক্রয় করে মিনি-ট্রাক বোঝাই করে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে ৫০ কেজি ওজনের ৩০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। অবৈধভাবে চাল সংরক্ষনের দায়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত চালগুলো স্থানীয় আওলাই ইউনিয়ন পরিষদে সংরক্ষন করা হয়।সোমবার রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে চালগুলো জব্দ করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরমান হোসেন জানান, সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল স্থানীয় ব্যবসায় অবৈধভাবে সংরক্ষন করে তা অন্যত্র পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে চালগুলো জব্দ করা হয়। এবং দায় স্বীকার করায় ওই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন