বগুড়ায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ক্যাম্পেইন | Daily Chandni Bazar বগুড়ায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ক্যাম্পেইন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২০ ২১:০৩
বগুড়ায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ক্যাম্পেইন
করোনায় প্রতিটি কেন্দ্রে থাকবে বিশেষ স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা
সঞ্জু রায়:

বগুড়ায় ৫ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর
লক্ষ্যমাত্রা নিয়ে কাল থেকে শুরু হচ্ছে ক্যাম্পেইন

করোনা দুর্যোগের মাঝেই সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বগুড়ায় ‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে পুরো জেলায় ৫ লক্ষ ৮’শ ৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল রবিবার ৪ অক্টোবর থেকে, যা চলবে আগামী ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত। তবে এইবছর করোনার প্রার্দুভাবে প্রতিটি কেন্দ্রে থাকবে বিশেষ স্বাস্থ্য-সুরক্ষা ব্যবস্থা।

সিভিল সার্জন অফিস বগুড়ার আয়োজনে শনিবার অফিসের সভা কক্ষে উক্ত ক্যাম্পেইন এর বিষয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য দেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন। কর্মশালায় ডা: তুহিন আরো জানান যে, ভিটামিন ‘এ’ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক যাতে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ারও ঝুঁকি কমে যাবে।

তাই করোনার মাঝেও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে বগুড়ায় ২ হাজার ৭’শ ৮৬টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৫৯ হাজার ২’শ ৬১ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লক্ষ ৪১ হাজার ৫’শ ৭২ জন শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে করোনা আতঙ্কে এই লক্ষ্যমাত্রা অর্জন পুরোপুরি সম্ভব নাও হতে পারে মর্মে জানান তিনি। করোনার জন্যে পরিকল্পিত বিশেষ সুরক্ষাব্যবস্থা সম্পর্কে তিনি জানান, প্রতিটি কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে এবং ক্যাপসুল খাওয়ানোর ক্ষেত্রেও নেয়া হবে বিশেষ সুরক্ষা ব্যবস্থা যা ইতিমধ্যেই সেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সাথে সাথেই থাকবে পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা। তবে কোন অভিভাবক যদি সেচ্ছাসেবীদের হাত থেকে

তার শিশুকে ভিটামিন ক্যাপসুল না খাওয়াতে চান অভিভাবক কেন্দ্রে নিজেই তার শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে পারবে। সেই সাথে তিনি বিশেষভাবে বলেন, কোন শিশু যদি কোভিড-১৯ পজিটিভও হয় তারপরেও তাকে উক্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে যদি সে গুরুতর অসুস্থ না হয়ে থাকে বা তার শ^াসকষ্ট না থাকে। সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর। কর্মশালার শুরুতেই শিশুদের জন্যে ভিটামিন ‘এ’ এর গুরত্ব এবং বগুড়ার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে কিভাবে উক্ত ক্যাম্পেইন পরিচালনা করা হবে তা তুলে ধরে স্বাস্থ্য বিভাগ

বগুড়ার পক্ষে ভিডিও চিত্র প্রদর্শন করেন ডা: সাজ্জাদুল হক। পরিশেষে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন সভার সমাপ্তি করেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন