ক্রেতা না থাকায় দাম কমেছে সবজির | Daily Chandni Bazar ক্রেতা না থাকায় দাম কমেছে সবজির | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০ ০৫:২৭
ক্রেতা না থাকায় দাম কমেছে সবজির
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

ক্রেতা না থাকায় দাম কমেছে সবজির

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁচামালের পাইকারী বাজারে আলু, পটল, বেগুন ও করলাসহ বিভিন্ন শাক-সবজির আমদানি বেশী হওয়ায় খুচরা ও পাইকারী বাজারে কেজি প্রতি সবজির দাম দাম কমেছে ১০ থেকে ১২ টাকা। বাজারে আসা সাধারণ ক্রেতারা স্বস্তিবোধ প্রকাশ করলেও অসন্তোষ প্রকাশ করেছেন কাঁচামালের বাজারে আসা উপজেলার বিভিন্ন এলাকার খুচরা ও পাইকারী বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, একদিনের ব্যবধানে বাজারের এমন পরিবর্তন। কারন হিসেবে চিহ্নিত করছেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে।

এদিকে পাইকারী বিক্রেতা লোকমান আলী ও ইব্রাহিম আলী জানান, শুক্রবার কাঁচামালের বাজারে প্রতি কেজি করলার পাইকরী দাম ছিল ৫৫ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৫০ টাকা ও আলু ৩৪ টাকা। বৃষ্টির কারনে মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা বাজারে আমদানি বেশী হওয়াতে সেইসব শাক-সবজির প্রতি কেজিতে দাম কমেছে ১০ থেকে ১২ টাকা। শনিবার সকাল থেকে পাঁচবিবির কাঁচামালের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৪০, বেগুন ৪২, পটল ৪৫ ও আলু ৩২ টাকা দরে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন