জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন | Daily Chandni Bazar জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০ ০৫:৩০
জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন
সুমন কুমার সাহা জয়পুরহাট:

জয়পুরহাটে তুলশীগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন

জয়পুরহাটে মৃত প্রায় তুলশীগঙ্গা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় এ খনন কাজের উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সামসুল আলম দুদু আনুষ্ঠানিকভাবে এ খনন কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি  টাকা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলার তুলশীগঙ্গা,ছোট যমুনা,চিড়ি ও হারাবতী নদী পুনঃ খনন প্রকল্পের আওতায় তুলশীগঙ্গা নদীর ১১ কিলোমিটার এলাকায় খনন করা হবে। এতে নাব্য সংকট দূর করতে নদীর গভীরতা আরো ৭ ফুট বাড়ানো হবে। এ কাজ শেষ করতে সময় লাগবে ৪ মাস। এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন