ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ২০:৪২
ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
ধুনট (বগুড়া) প্রতিনিধি :

ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বগুড়ার ধুনটে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাব্বির হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে এঘটনা ঘটে।নিহত সাব্বির হোসেন ওই গ্রামের ওমর ফারুকের ছেলে এবং চালারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। 

স্থানীয়সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে এলাঙ্গী ইউনিয়নের আড়িয়ামারা খালে দুই বন্ধুর সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে যায় সাব্বির। সেখানে মাছ ধরতে গিয়ে সাব্বির খালের পানিতে ডুবে যায়। এসময় তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন