প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৯ ১১:১৫

অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়লেন জোকোভিচ

খেলা ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়লেন জোকোভিচ

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল বলে কথা। রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের এই লড়াই বেশ রোমাঞ্চ ছড়াবে, এমনটা আশা করেছিলেন সবাই। কিন্তু ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। সার্বিয়ান তারকা জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন না নাদাল। তাঁকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন জোকোভিচ।

এই শিরোপা জিতে দারুণ একটি রেকর্ড গড়েছেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনে এর আগে ছয়বার ফাইনালের কোনোটিতেই হারেননি তিনি। এবারও শিরোপা জিতে রেকর্ড গড়েন তিনি। রজার ফেদেরারকে ছাড়িয়ে সবচেয়ে বেশি সাতবার অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন তিনি।

আজ রোববার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচে জোকোভিচ ৬-৩, ৬-২, ৬-৩ গেমে সহজেই জয় তুলে নেন।

এর আগে ২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেনেই ৫ সেটের এপিক ফাইনাল স্থায়ী হয়েছিল ৬ ঘণ্টা। ঘাম ঝরানো এমন ম্যাচে জয় তুলে নিয়েছিলেন জোকোভিচ। শুধু সেবারই নয় এমন রোমাঞ্চকর লড়াইয়ের উদাহরণ আছে আরো। তাইতো কোর্টে তাদের লড়াই রূপ নেয় ক্লাসিক দ্বৈরথে। কিন্তু এদিন তার কিছুই হয়নি। একচেটিয়া ম্যাচে জিতে নিয়েছেন জোকোভিচ।

উপরে