নানান আয়োজনের মধ্যদিয়ে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বগুড়ায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে প্রবন্ধ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা পর্বে বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম. গোলাম রসুল খান ও ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পড়িয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার অন্যান্য অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি ও আলোচনা সভা। সকাল ১০:৩০মি. আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিওটি ভাইস চেয়ারম্যান রোটাঃ ডাঃ মোঃ মতিউর রহমান ও অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিওটি’র উপদেষ্টা প্রফেসর ড. এম. আফজাল হোসেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল এর সভাপতিত্বে এবং উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। প্রবন্ধ লিখন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আল-আমিন, ২য় স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ সাহিদা আক্তার জেরিন এবং ৩য় স্থান অর্জন করেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ রশিদ আবিদ। বিজয়ীদের পুরস্কার হিসেবে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। এসময় আরও উপস্থিত ছিলেন সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।…