প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৯ ২১:০০

বই পড়ার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব- পুলিশ সুপার বগুড়া

সঞ্জু রায়
বই পড়ার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ 
হিসেবে গড়ে তোলা সম্ভব- পুলিশ সুপার বগুড়া
বগুড়া জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল কর্তৃক ঘোষিত পুরস্কার বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বলেছেন, বই পড়ার মাধ্যমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ নিজের মেধা ও জ্ঞান। দুনিয়ার সকলে বেঈমানি করলেও অর্জিত মেধা কখনও বেঈমানি করেনা। মেধাবীরাই পারে নিজেদের জীবনকে আলোকিত করার মাধ্যমে দেশকে বদলে দিতে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘এসো বই পড়ি, ল্যাপটপ জিতি’ স্লোগানে বগুড়া জেলা পুলিশের আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল কর্তৃক ঘোষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার আরো বলেন, আমাদের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম শুধু সোস্যাল মিডিয়াতেই থাকে এটা ভুল প্রমাণ হয়েছে কারণ তারা ‘কারাগারের রোজনামচার’ মতো বই পড়ে শতাধিক শিক্ষার্থী একসাথে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে যা তাদের মেধার সুনিপুণ পরিচয়। উল্লেখ্য, পুরো জেলায় এই প্রতিযোগিতায় প্রায় ৫৭৪৮ জন অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে মোট ১২৪ জন একশ নম্বরের মধ্যে নিরানব্বই নম্বর পায়। যাদের মধ্যে লটারির মাধ্যমে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রথম ৩ জনের হাতে ল্যাপটপ ও পরের ২ জনের হাতে ট্যাব তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এবং তার সিদ্ধান্ত অনুযায়ী ৯৯ নম্বর প্রাপ্ত সকলকে পুলিশ পরিবারের পক্ষে ৫ হাজার টাকা ও সনদপত্র বৃহস্পতিবার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিতরণ করেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। প্রতিযোগিতায় ল্যাপটপ বিজয়ীরা হলেন তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী নুসরাত জাহান, বগুড়া সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী পাঁপিয়া তামান্না নিশাত ও বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মোসাদ্দিকা নাহার। সেই সাথে ট্যাব বিজয়ী ২ শিক্ষার্থী হলো বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র জাবিদ বিন আব্দুর রহমান ও বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আল মোস্তাকিম মারুফ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে সফিজুল ইসলাম ( ট্রেনিং ইন সার্ভিস), আব্দুল জলিল (ডিএসবি) ও মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আনোয়ার হোসেন, মশিউর রহমান মন্ডল, আলমগীর হোসেন, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

উপরে