প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯ ০২:২৭

বগুড়ায় প্রতিবন্ধীবান্ধব কাজের বার্ষিক পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় প্রতিবন্ধীবান্ধব কাজের বার্ষিক

পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সুরক্ষা কমিটি কার্যকর করণ, অধিকার আদায়, বৈষম্য ও ভ্রান্ত ধারণা দুরীকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টিসহ প্রতিবদ্ধীবান্ধব কাজের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা(এনজিডিও) ও বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধী সংস্থার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বগুড়া শহরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নে প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কর্মশালায় সাহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মোঃ সহিদুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে সহিদুল ইসলাম খান বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় যুক্ত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আন্তরিক হওয়ার জন্য প্রতিটি নাগরিকের এগিয়ে আসতে হবে। তবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর আরো দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মজিবর রহমান, জেলা প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের কর্মকর্তা মর্জিনা আকতার, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এনজিডিওর ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আতাউর রহমান এবং কর্মশালার সঞ্চালনায় ছিলেন সজীব আহম্মেদ।

উপরে