প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯ ০০:২৬

তরুণরাই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ-প্যানেল চেয়ারম্যান রনি

ষ্টাফ রিপোর্টার
তরুণরাই গড়বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ-প্যানেল চেয়ারম্যান রনি
বগুড়ায় যুব সমৃদ্ধি সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে শহরের তিনমাথায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ছামাদ স্মরণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।

বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি বলেছেন, আজকের তরুণরাই গড়বে আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। দেশের জনসংখ্যার সিংহভাগ যখন আমাদের এই তরুণ প্রজন্ম সেই জায়গায় তাদের ছাড়া উন্নত দেশ গড়ার কথা আমরা ভাবতেও পারিনা। তাদের যুগোপযোগী শিক্ষায় সুশিক্ষিত করে দেশের সম্পদে পরিণত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যুব সমৃদ্ধি সংঘের আয়োজনে শুক্রবার বিকেলে বগুড়া শহরের তিনমাথায় ছোট বেলাইল এলাকায় ছিলিমপুরের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ছামাদ স্মরণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে অনেক সহজতর করেছে এবং প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন এখন সময় আমাদের সকলের এগিয়ে আসার। তরুণরাই গড়ে তুলবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। যুব সমৃদ্ধি সংঘের সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী মাহবুব হাসান চমকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম রতন, শজিমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই আব্দুল আজিজ মন্ডল, জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক, শিশু ও যুব সংগঠক সাংবাদিক সঞ্জু রায় এবং জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মিনহাজ আহমেদ চয়ন, সংগঠনের সহ-সভাপতি মেহেদী হাসান সহ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ৬ষ্ঠ বারেরর মতো আয়োজিত ঐ অনুষ্ঠানে এলাকার সকল মেধাবী শিক্ষার্থীদের ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী সংগঠনটির আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপরে