প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯ ১৯:৫৮
২৪ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান

বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সদর সার্কেলের সনাতন চক্রবর্তীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফেব্রুয়ারী মাসের কৃতকার্যের উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ের মোট ২৪ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয় এবং অবসর প্রস্তুতকালীন ছুটিতে যাওয়া ২ জন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা জানানো হয়। বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রতি মাসের ন্যায় এই মাসে জেলা পুলিশের পক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট এবং ১২ জনকে অর্থ পুরস্কার প্রদান করা হয় যার মধ্যে সদর থানার এএসআই আব্দুস সালাম ক্রেস্ট ও অর্থ দুই পুরস্কারই অর্জন করেছেন। সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন বগুড়া জেলা পুলিশের দক্ষ কর্মকর্তা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে বগুড়াতে যোগদানের পর এবার ৫ম বারের মতো পুরস্কৃত হয়েছেন বগুড়া সদর থানার ওসি এস.এম বদিউজ্জামান। এছাড়াও সম্মাননা ক্রেস্ট পেয়েছেন ডিএসবির কন্সটেবল রুবেল ইসলাম, শেরপুর থানার এএসআই জামাল আহম্মেদ, শিবগঞ্জ থানার নারী এসআই সারমিন আখতার, দুপচাঁচিয়া থানার এস আই আঃ রাজ্জাক, সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান, টিএসআই আবুল কালাম আজাদ, সার্জেন্ট শ্রী গোপাল চন্দ্র মন্ডল, ডিবির এস আই শফিউল আলম, সদর থানার এস আই নূর আলম এবং ডিবির এস আই জুলহাজ উদ্দীন বিপিএম। এছাড়াও অর্থ পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন এস.আই মন্তাজ আলী (ধুনট), এএসআই তাহের(সদর), এএসআই সাখাওয়াত (সদর), এএসআই মানিক(সদর), এএসআই মামুন(শিবগঞ্জ), এএসআই মোজাম্মেল (কাহালু), এএসআই আতাউর(কাহালু), এএসআই জব্বার(ধুনট), এএসআই আউয়াল (ধুনট), এএসআই রুস্তম ফারুক (আদমদীঘি) এবং এএসআই রফিক (শেরপুর)। অবসর প্রস্তুতকালীন ছুটিতে যাওয়া পুলিশ সদস্যরা হলেন কন্সটেবল মিজানুর রহমান (সদর কোর্ট) এবং কন্সটেবল আফসার আলী(শান্তাহার ফাঁড়ি)। পুরস্কারপ্রাপ্ত সকলের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসময় সভায় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে সফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম, মোকবুল হোসেন এবং আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে সনাতন চক্রবর্তী, গাজীউর রহমান, মশিউর রহমান মন্ডল, তাপস কুমার পাল,আনোয়ার হোসেন এবং আলমগীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ অসীম কুমার সাহা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশ পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার কুদরত এ খুদা শুভ।

উপরে