প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ০০:৫৬

রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জনের সলিল সমাধি

ষ্টাফ রিপোর্টার
রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জনের সলিল সমাধি
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুতায়িত হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ২৫ থে‌কে ৩০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেলে শহরের সেউজগাড়ি আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেবের মেয়ে রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে নরেশ মহন্ত (৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০) ও শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার (৪২)। একজন অজ্ঞাত নারীর (৪০) নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন, রীপা (৫০), তুর্ণ (২), কৃষ্ণা (৪৬), প্রীতিলতা (১৮), চুমকী (৪৪), পুজা (২৯), ডলি(৩০), শিউলি(৫৫), নীপা(৩২), রীমা (২৩), রত্না(৫৫), পুতুল (৫০), শান্তি (৪০). স্বরস্বতি(৩), মোহনা (১২), ঝর্ণা (১২), চুমকী (৪০), গীতা(৪৫). ফুলকী (৮)সহ মোট ৪০ জন। বর্তমানে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ।
স্হানীয় সুত্রে জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকাল ৫টায় বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় র‌থের গম্বুজ‌টি রাস্তার উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের গম্বুজ‌টি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সা‌থে সংস্প‌র্শে আসার সা‌থে সা‌থে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থে‌কে ৩০ জন আহত হন। প‌রে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়।
খবর পাওয়ার পরপর বগুড়া সদর সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও ইউএনও শজিমেক হাসপাতালে উপস্থিত হন।
উপরে