প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪ ২১:৪৭

বগুড়ায় কৃষকলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কৃষকলীগের আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসুচি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা কৃষক লীগের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।  শুক্রবার বিকেলে শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন   বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট । তিনি বলেন প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে তিনটি করে বৃক্ষরোপন করতে হবে। যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আলোচনা সভায় প্রত্যেক উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক দের মাঝে ২০০ টি চারা বিতরণ করেন ও বেশ কয়েকটি চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুনজুরুল হক মুঞ্জু।  আরো উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি   আবুল কালাম আজাদ, আনোয়ার পারভেজ বাবু, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুষার, শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, জাহিদুল ইসলাম সাগর, রাজিব, অর্থ সম্পাদক মাহমুদ হোসেন ডন, প্রচার সম্পাদ মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক মোঃআবু হানিফ, বকুল, হেলাল, রামপ্রসাদ গুপ্ত, আব্দুল হাই, বজলার রহমান বকুল, বিজলি প্রমুখ্য। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি তাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দুপচাঁচিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম টগর, শেরপুর উপজেলার সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক মোঃ লিটন, ধনুট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সদস্য শাহিনুর আলম সরকার, নন্দীগ্রাম উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সোনাতলা উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, আদমদীঘি উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় কুমার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহিনুর মাস্টার, গাবতলী উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন, ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, 
শাজাহানপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম ঠান্ডা, সাধারণ সম্পাদক শাহিনুর আলম সরকার, সারিয়াকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি দুখু মিয়া, পৌর কৃষক লীগের আহবায় মাসুদ রানা সরকার সহ প্রমূখ্য
উপরে