প্রয়াস বগুড়ায় রোটারী ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে ৩০ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় সাজাপুর, শাজাহানপুর প্রয়াস বগুড়া প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রয়াস বগুড়া বিএ—৬৭৯৮ অধ্যক্ষ লেঃ কর্ণেল মো. তৌহিদ সালাহউদ্দিন, পিএসসি। রোটারী ক্লাব অব বগুড়ার সার্বিক সহযোগিতায় আম, জাম, লিচুসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ২৪৯টি গাছ লাগানোর পরিকল্পনা থেকে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ সাইরুল ইসলাম, ক্লাব সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পিপি রোটা. এম এ জিন্নাহ, রোটা. মো. আবু সায়েম সরকার, রোটা. মো. রেজাউল হক বুলু, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. শাহীন কাদির, রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ট্রেজারার রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, সার্জেন্ট—এ্যাট—আর্মস রোটা. রফিকুল ইসলাম রফিক, জয়েন্ট সেক্রেটারী এ্যাড. মো. শফিকুল ইসলাম শফিক, ডাইরেক্টর রোটা. মো. মনজুর কাদের, রোটা. ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রোটা. এস এম আরিফ, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার রোটার্যাক্টর মো. সালমান কবির। আরও উপস্থিত ছিলেন প্রয়াস বগুড়ার উপাধ্যক্ষ মো. ফিরোজ আহম্মেদ, সিনিয়র শিক্ষক মোছাঃ নুরুন্নাহার জলি, সিনিয়র শিক্ষক মোছাঃ তাসলিমা পারভীন, সহকারী শিক্ষক মো. আব্দুল্লাহ নূর, সহকারী শিক্ষক মো. ফিরোজ আলম প্রমুখ। উল্লেখ্য, আগামী এক বছর অত্র ক্লাব বগুড়া জেলার বিভিন্ন স্থানে স্থায়ী ও দীর্ঘমেয়াদি আরও অনেকগুলো সামাজিক উন্নয়নমূলক কাজ করবে। ক্লাবের অনেকগুলো ধারাবাহিক প্রজেক্টের মধ্যে একটি হলো বৃক্ষরোপণ কর্মসূচি।