প্রকাশিত : ২ আগস্ট, ২০২৪ ১৯:৫৫

দুপচাঁচিয়ার তালোড়ায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান

প্রতিনিধি, দুপচাঁচিয়া, বগুড়াঃ
দুপচাঁচিয়ার তালোড়ায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান
দুপচাঁচিয়ার তালোড়ায় ২ আগস্ট শুক্রবার মৎস্য চাষীদের পুকুরের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করে দেখছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক (চঃদাঃ)। ছবি: প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ প্রদান করা হয়েছে। গত ২ আগস্ট শুক্রবার সকালে উপজেলার তালোড়া মৎস্য চাষী সমবায় সমিতির কার্যালয়ে মৎস্য চাষীদের মাঝে এ পরামর্শ প্রদান করা হয়। সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলীর সভাপতিত্বে পরামর্শ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক (চঃদাঃ)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী আব্দুল গোফ্ফার লুটু, সাবু প্রামানিক, রকিবুল হাসান, হুমায়ুন কবির প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পুকুর/জলাশয়ের পানির ভৌত—রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং  প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ পরামর্শ প্রদান অনুষ্ঠানে ৩০ জন মৎস্য চাষী  অংশ নেয়। 

উপরে