বগুড়ায় ৩টি প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বগুড়ায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ’র পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর পদত্যাগ দাবিতে প্রতিষ্ঠান চত্বরে বৈষম্যবিরোধী ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকরা এই বিক্ষোভ করে। পরে সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের সাতমাথায় ২০ মিনিট অবস্থান করার পর বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে অধ্যক্ষ’র পদত্যাগ দাবিতে স্বারকলিপি প্রদান করে প্রতিষ্ঠানে ফেরত চলে যায়। এদিকে একই সময়ে একই দাবিতে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রবাট রবিন মারান্ডি ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আল মামুন এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরে পদত্যাগের দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা অধ্যক্ষ’র পদত্যাগ দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এই সময়ের মধ্যে এই তিনটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদত্যাগ না করলে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বিক্ষোভকারীরা।