প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০১:২২

আদমদীঘিতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

বগুড়ার আদমদীঘিতে একই দিন আলহাজ্ব আকবর আলী (৭৬) ও আব্দুল আলিম (৭২) নামের দুই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.. রাজিউন)। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সিহাড়ী গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ইন্তেকাল করেন। ওইদিন বাদ জোহর মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। অপর একই দিন বেলা ২ টায় আদমদীঘি সদরের কশাইগাড়ি গ্রামের বীর মুক্তিয়োদ্ধা আব্দুল আলিম তার মেয়ে জামাইয়ের বাড়ি নওগাঁর ইল্শাবাড়ি গ্রামে ইন্তেকাল করেন। পরদিন গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সান্তাহার ওয়ার্কসপ মসজিদের সামনে মরহুমের নামাজা জানাজা ও রাষ্ট্রীয় ময্যাদা দেয়ার পর সান্তাহার পৌর কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। তাদের গার্ড অব অনার ও নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) রাকিব হাসান চৌধুরী, ওসি তদন্ত এইচ এম মঈন উদ্দীন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবু তাহের, তহির উদ্দিন, আফজাল হোসেনসহ বহু মুসল্লিবৃন্দ।
এদিকে একই দিন দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক এমপি আওয়ামীলীগের প্রবীন নেতা কছিম উদ্দিন আহমেদ. সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক হাফিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, আবু তাহের।

 

উপরে