প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ২১:২৮
বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান। - চাঁদনী বাজার
বগুড়ায় গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স-এর সনদপত্র বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার প্রধান অতিথি হিসাবে কোর্সে অংশ গ্রহণকারী প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানবগুড়ার এরুলিয়া এয়ার ফিল্ডে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল অডিটোরিয়ামে আজ দুপুরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১১জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স-এর সনদপত্র গ্রহণ করেন।
এসময় ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স-এর স্কোয়াড্রন লিডার মুসফিকুর রহমান সার্বিক ভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসাবে বিবেচিত হন এবং মফিজ ট্রফি অর্জন করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।