প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:১৬

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রোটারী ক্লাব অব বগুড়ার পালস্ অক্সিমিটার প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রোটারী ক্লাব অব বগুড়ার পালস্ অক্সিমিটার প্রদান
বৃহস্পতিবার জেলা পরিবার পরিকল্পনা উপ—পরিচালক মো. রফিকুল ইসলামের কাছে পালস্ অক্সিমিটার প্রদান করছেন রোটারী ক্লাব অব বগুড়ার সেক্রেটারী শাহ্ মো. মাহমুদুর রহমান জনি। ছবি বিজ্ঞপ্তির

বগুড়া জেলার নারী—শিশুদের চিকিৎসা সেবার সহায়তার লক্ষ্যে রোটারী ক্লাব অব বগুড়া গতকাল দুপুরে জেলা পরিবার পরিকল্পনা উপ—পরিচালক মো. রফিকুল ইসলামের কাছে ২২টি পালস্ অক্সিমিটার প্রদান করেছে। ক্লাবের পক্ষ থেকে এই পালস্ অক্সিমিটারগুলি হস্তান্তর করেন ক্লাব সেক্রেটারী রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান জনি। আধুনিক এই পালস্ অক্সিমিটারগুলি অসুস্থ নারী—শিশুদের দ্রুত অক্সিজেন ও পালস্ মাপার জন্য বগুড়া জেলার সকল উপজেলা পরিবার পরিকল্পনা মডেল ক্লিনিক এবং মা ও শিশুকল্যাণ কেন্দ্রে বিতরণ করা হবে। বেক্সটার ফার্মাসিউটিক্যালস্ এর স্বত্বাধিকারী রোটা. এম এম রুবেল তালুকদারের সৌজন্যে প্রাপ্ত এই পালস্ অক্সিমিটারগুলি বিনামূল্যে প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের এমওসিসি ডা. শামসুজ্জামান কিরণ, রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পিপি রোটা. মোস্তাফিজার রহমান, পিপি রোটা. মোরশিদা খাতুন, পিপি রোটা. ববিতা রানী বর্মন, পিপি রোটা. এম এ জিন্নাহ, ভাইস প্রেসিডেন্ট রোটা. এম এম রুবেল তালুকদার, পিপি রোটা. ডা. মো. মুনছুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, রোটা. এ্যাড. শফিকুল ইসলাম শফিক, ডাইরেক্টর রোটা. মনজুর কাদের, রোটা. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. ডা. ইব্রাহিম খলিলুল্লাহ, রোটা. আবু সায়েম সরকার, রোটা. মো. সানাউল হক দুলাল, সার্জেন্ট—এ্যাট—আর্মস রোটা. রফিকুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট সোহাগ ইসলাম, রোটার‌্যাক্ট শীশ মহাম্মাদ প্রমুখ। খবর বিজ্ঞপ্তির

 

উপরে