প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ০১:১৮

বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এক দফা এক দাবিতে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এক দফা এক দাবিতে কর্মবিরতি
বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ জেলা কমিটির উদ্যোগে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা এক দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। মঙ্গল বার সকাল ৯টার দিকে এ কর্মবিরতি শুরু হয়। 
ঘটনা সূত্রে জানা যায়,বগুড়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদ গুলোতে নার্সিং কর্মকর্তার পদায়নের এক দফা এক দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সংগঠন থেকে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট এর ডাক দেয়া হয়। এতে আরো বলা হয় আগামীকালও তারা এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করবে বলে জানায়।
এই কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে উপস্থিত বক্তব্য রাখেন-প্রভাষক রশিদা বেগম,নার্সিং প্রশিক্ষক রুবি আক্তার বানু,ছাত্র পোস্ট বেসিক হানিফ,হাদি,আতিকুর রহমান প্রমূখ।
উপরে