৪ দিনের রিমান্ডে রংপুরের আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে পৃথক হত্যা মামলায় ৩ দফায় রিমান্ডে নেয়া হলো তাকে।মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রংপুর চীফ মেট্রোপলিটন কোতোয়ালি আদালতের বিচারক আসাদুজ্জামান।
রিমান্ডের আগে সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। পরে শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।এর আগে ২৯ সেপ্টেম্বর কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠায় এবং মঙ্গলবার ( ১ অক্টোবর) শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন।
তুষার কান্তি মন্ডল কে বৈষম্যবিরোধী ছাত্র—জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছিলো। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় ১১টি মামলা রয়েছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই তিনি গা ঢাকা দেন। এর আগে ১৭ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—৪ সিপিসি—২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।ফের ৪ দিনের রিমান্ডে রংপুরের আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল