প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ০২:৪১

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে গত মঙ্গলবার রাতে শহরের মগলিশপুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোরশেদ মিটন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় মতবিনিময় সভা করা হয়েছে। গত মঙ্গলবার ১ অক্টোবর রাতে শহরের মগলিশপুর মন্দির প্রাঙ্গণে বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মগলিশপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোরশেদ মিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সনাতন ধর্মাবলম্বী মানুষরা সংখ্যালঘু কথাটা বলবেন না। আমরা যেমন এ দেশের নাগরিক আপনারও এদেশের নাগরিক কারোও অধিকার কমবেশি না। সুতরাং এখানে ভেদাভেদ সৃষ্টি করার সুযোগ নেই। আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। এরপরও যদি আপনাদের উপর কোন ধরণের অন্যায় হয় আমরা বিএনপির নেতাকর্মীরা তা কখনোই মেনে নেব না। মোরশেদ মিটন আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেকোনো ত্যাগ স্বীকার করে হলেও আপনাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। পূজা উদযাপনে আপনারা যেন কোনো বাঁধার সম্মুখীন না হন সেজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি বগুড়া জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একতাবদ্ধ হয়ে সার্বক্ষণিক কাজ করবে। মগলিশপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সহ-সাধারণ সম্পাদক এ,কে দীপঙ্কর খোকনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান, রাজু হোসেন পাইকাড়, জহুরুল ইসলাম ফুয়াদ ও রতন সরদার, সাধারণ সম্পাদক শিবলী সাদিক মানিক, সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক স্বপন আহম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান বাহাদুর, পরিবেশ বিষয়ক সম্পাদক পান্টু চন্দ্র দাস, মহিলা দলের নেত্রী কামরুন নাহার ও সুবর্ণা আক্তার মুক্তি, ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির বাবু, সেলিম খলিফা, হারুনুর রশীদ, জাহিদুল ইসলাম সোহেল, সেলিম সরদার, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রোকন হোসেন, রবিন, সঞ্চয় আহমেদ, আব্দুল্লাহেল বারী নয়ন প্রমুখ। এসময় মগলিশপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র দাসসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।।

 
 
উপরে