প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৪ ০২:৩৮

সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে: বাদশা!

প্রেস বিজ্ঞপ্তি
সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে: বাদশা!
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। শনিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বগুড়া সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাঁকে এখনো আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি। বিভিন্ন রকম টালবাহানা চলছে। কোনোরকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি আজকের এই কর্মী সমাবেশ থেকে অন্তবর্তী সরকারকে বলে দিতে চাই, সকল মামলা প্রত্যাহার করে দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। নয়তো সারাদেশে বিএনপি নেতাকর্মীরা আবারও আন্দোলন গড়ে তুলবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকগুলো ভেতরে আছে। তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। হিন্দু ভাইদের শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করেও তারা বিভিন্ন রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। আপনারা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমরা সব সময় আপনাদের পাশে আছি। দুর্গাপূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটাতে পারে, এ জন্য আমাদের বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। রেজাউল করিম বাদশা আরও বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের আরেকবার স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। আর যেন আমাদের পরাধীনতার রাজ্যে প্রবেশ করতে না হয়, সেই লক্ষ্যে বিএনপি সকল নেতাকর্মীদেরকে মানুষের মন জয় করে কাজ করতে হবে। সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন নবী সালাম, কে এম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা শ্রমিকদলের সভাপতি ওয়াদুদ হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও সমাবেশে বগুড়া সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলা দলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির
উপরে