এইচএসসি পরীক্ষায় বিয়াম মডেল ও এপিবিএন এ শতভাগ পাশ
রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম এ তথ্য জানান। এসময় তিনি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। প্রাপ্ত ফলাফলে জানা যায় বগুড়া বিয়াম মডেল থেকে এবার ২৫৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ—৫ পেয়েছে ১৫৮ জন, মানবিক বিভাগ থেকে ৫৪ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২জন শিক্ষার্থী জিপিএ— ৫ পেয়ে কৃতকার্য হয়। ছাত্র—ছাত্রীদের এই ফলাফলে অধ্যক্ষ মুহা: মুস্তাফিজুর রহমান সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৪০৬জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ—৫ পেয়েছে ২৮০ জন, মানবিক বিভাগ থেকে ৬১ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ০৩জন শিক্ষার্থী জিপিএ— ৫ পেয়ে কৃতকার্য হয়। এই ফলাফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবা হক সন্তোষ প্রকাশ করে আগামীতে আরোও ভালো ফলাফল অর্জন করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এদিকে
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ—৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।