প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১১:০০

জবর-দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
জবর-দখল ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
জায়গা -জমি জবর-দখল ও ষড়যন্ত্রমূলক মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বগুড়া সদরের শহরদীঘি দক্ষিণপাড়ার মৃত আব্দুল খালেকের স্ত্রী মোছাঃ সাহেরা বেগম। তিনি লিখিত বক্তব্যে বলেন, “গত ১০/১০/২০২৪ ইং তারিখে মধ্যরাতে বগুড়া সদর থানায় আমার দুই পুত্র মোঃ সোহেল রানা, মোঃ সোহাগ প্রাং ও অজ্ঞাত ২/৩ জন কে আসামী করে একটি মামলা। দায়ের করেন আমার বড় পুত্রবধু বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের শহরদিঘী গ্রামের মোছাঃ মাকছুমা। বেগম। উক্ত মামলাটি পুরোপুরি ষড়যন্ত্রমূলক ও সম্পূর্ন বানোয়াট, মিথ্যা-ভিত্তিহীন। উল্লেখ্য, ২০০১ সালে বগুড়া ছিলিমপুর মৌজায় ৮৯৯ (সাবেক)/৭৯৮ (হাল) দাগে কবলা দলিল মূলে জনৈক ব্যক্তির নিকট হইতে ১১ শতক জায়গা খরিদ করেন বগুড়া সদর থানায় দায়েরকৃত মিথ্যা মামলার বাদী আমার বড় পুত্রবধূ মোছাঃ মাকছুমা ও ২য় পুত্র মোঃ সোহেল রানা। দীর্ঘ দিন ধরে আমার পুত্রবধূ ও ২য় পুত্র উক্ত জায়গা ভোগ দখল করে আসিতেছে। কিন্তু বিগত প্রায় ১ বছর পূর্ব হতে আমার পুত্র মোঃ সোহেল রানার ৫.৫০ (সাড়ে পাঁচ) শতাংশ জায়গার উপর লোলুপ দৃষ্টি দেয় মাকছুমা বেগমের জামাই ও আমার নাতি জামাই বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত উচ্চমান সহকারী মোঃ উজ্জল হোসেন। উজ্জল হোসেন বগুড়া কাহালু উপজেলার ভালশুন গ্রামের মৃত- আবু সুফিয়ানের পুত্র। আমার নাতি জামাই উজ্জল হোসেন বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে চাকুরি করে বিধায় পরিবার, আত্মীয়-স্বজন, নিজ এলাকাসহ সব জায়গায় নিজেকে ক্ষমতাধর ব্যক্তি হিসাবে জাহির করে থাকে। তারই ধারাবাহিকতায় অসৎ উদ্দেশ্যে বেআইনি ভাবে আমার পুত্র সোহেল রানার জায়গা দখলের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনবরত হুমকি-ধামকি ও মামলার ভয় দেখানোর ফলে আমার পুত্র সোহেল রানা আইনের আশ্রয় নেয় এবং উজ্জল হোসেনের বিরুদ্ধে আদালতে ২৩৩পি/২০২৪ (সদর) নং হুমকি-ধামকি ও জবর দখল প্রচেষ্টার মামলা দায়ের করেন। যাহ্য আদালতে বিচারাধীন অবস্থায় আছে। আদালতের নির্দেশে গত ১২/০৯/২০২৪ ইং তারিখে সহকারী কমিশনার (ভূমি) সদর বগুড়া-এর তত্ত্বাবধানে মামলাটি সরেজমিনে তদন্ত হয়। কিন্তু তদন্তের দিনের তারিখে মিথ্যা ঘটনা সাজিয়ে প্রায় ১ মাস পর গত ১০/১০/২০২৪ ইং তারিখে বগুড়া সদর থানায় মাকছুমা বেগম আমার পুত্রদ্বয়ের বিরুদ্ধে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে, মামলা নং- ২৩/২০২৪ ইং। উক্ত মিথ্যা মামলায় পুলিশি হয়রানির শিকার হয়ে আমার পুত্রদ্বয় বর্তমানে বাড়ি ছাড়া। মামলার বিষয়ে আমি অবগত হয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারি উজ্জল হোসেন তার শ্বাশুড়ী মাকছুমা বেগমকে কু-পরামর্শ দিয়ে ও প্রত্যক্ষ সহযোগীতায় আমার পুত্রদের নামে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে উক্ত মিথ্যা মামলা দায়ের করায়। এমতাবস্থায় আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে বগুড়া পুলিশ প্রশাসন, উর্দ্ধতন কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দের সু-দৃষ্টি কামনা করছি। অবিলম্বে বগুড়া সদর থানায় দায়েরকৃত ষড়যন্ত্রমূলক, মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলাটি প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে উজ্জল হোসেন সহ মিথ্যা মামলার বাদী, সাক্ষী ও সম্পৃক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”
উপরে