প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ০৩:৩৬

বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‌্যালি
বিশ্ব হাত ধোয়া দিবস উপদযাপন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার আয়োজনে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যলি শেষে বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার স্থানীয় সরকার উপ-পরিচালক মাসুম আলী বেগ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, সবার জন্য স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা। আগামীর সুস্থ প্রজন্ম তৈরি করতে হলে হাত ধোয়ার বিষয়টা গুরুত্ব দিতে হবে। সে লক্ষ্যে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ যথাযথভাবে পালন ও হাইজিন প্রসারের সচেতনতা বাড়ানো হচ্ছে। র‌্যালি ও আলোচনা সভায় বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
উপরে