প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৪ ২৩:২৭

বগুড়ায় কবি সম্মেলন ২৯—৩০ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় কবি সম্মেলন ২৯—৩০ নভেম্বর

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলন আগামী ২৯-৩০ নভেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হবে। সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনের এক সাধারণ সভা সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সহসভাপতি এ্যাড. পলাশ খন্দকারের সভাপতিত্বে গত রবিবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, কবি মাহমুদ হোসেন পিন্টু, সংস্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল, ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক, সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল, সহ সাধারণ সম্পাদক এম রহমান সাগর, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, নির্বাহী সদস্য আমির খসরু সেলিম ও পবিত্র প্রামাণিক, কবি সিকতা কাজল, কবি জীবন সাহা, কবি মাহাবুব টুটুল, কবি মুনসুর রহমান তানসেন প্রমুখ। কবি সম্মেলন উপলক্ষে সংগঠনের মুখপত্র "ঈক্ষণ", স্যুভেনীর ও ‘নিওর’ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি মহোদয় তার বক্তব্যে প্রতি বছরের মতো এবছরও কবি সম্মেলন সফল করতে সবার আন্তরিক  সহযোগিতা কামনা করেন। সাধারণ সভা শেষে সংগঠনের সদস্য কবি সিকতা কাজলের জন্মদিন পালন  করা হয়। কবি সিকতা কাজলকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। 

 

উপরে